সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ সম্পর্কে
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ রাজধানী ঢাকা শহরের যোগেন্দ্র নারায়ণ শীল লেনে অবস্থতি একটি প্রাইমারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বা পাড়া, মহল্লার যুবদের নিয়ে গঠিত অরাজনৈতিক শিক্ষা মুলক দল। ২০১০ সালে জনাব মোঃ সহিদুজ্জামান সানি গ্রুপ টি প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠিত হওয়ার অল্পকালের মধ্যে ইউনিট টি সেরা স্কাউট দল হিসাবে সুনাম র্অজনে সক্ষম হয়ছে। ৮/৯/২০১০ সালে ঢাকা অঞ্চল, ঢাকা মেট্রোপলিটন স্কাউট হতে ৭২৯ নং দল হিসাবে অনুমোদন লাভ করে এবং ১৬/০২/২০২১ সালে ৪৪৯ নং দল হিসাবে ঢাকা জেলা রোভার এর রোভার দল হিসাবে অনুমোদন লাভ করে। গ্রুপ প্রতিষ্ঠিত হবার পর থেকে স্থানীয়, জেলা, অঞ্চল, জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক কাজে দক্ষতার সাথে অংশগ্রহণ করে যাচ্ছে। বর্তমানে গ্রুপে কাব, স্কাউট, রোভার ৩ শাখাতেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রুপের দক্ষ সদস্যরা বিভিন্ন দূর্যোগ মোকাবেলাতেও দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ২৫০ জন। সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের সম্মানীত সভাপতি, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় এর দিকনির্দেশনায় এবং বিচক্ষণ গ্রুপ সম্পাদক মোঃ সহিদুজ্জামান সানির পরিচালনায় অতি অল্প সময়ের মধ্যে গ্রুপটি দেশের অন্যতম সেরা ইউনিট হিসাবে আত্নপ্রকাশ করতে সক্ষম হয়ছে। নিয়মিত সাপ্তাহিক প্যাক, ট্রুপ, ক্র মিটিং এর মাধ্যমে গ্রুপের সদস্যরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ স্কাউট সদস্য হিসাবে কাজ করে যাচ্ছে। এই ইউনিটে রয়েছে ১২ জন প্রশিক্ষিত অভিজ্ঞ ও দক্ষ লিডারবৃন্দ। গ্রুপের সদস্যরা স্কাউট পোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি তায়কোয়ানদো, ইংলশি ল্যাংগুয়জে, কালচারাল ও বির্তক বিষয়ে পারদর্শিতা অর্জন করছে।
সাম্প্রতিক সংবাদ
গ্রুপ কমিটির সদস্য
আসন্ন কার্যক্রম
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের অর্জন
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের অর্জনসানরাইজ ওপেন স্কাউট গ্রুপের অর্জনসানরাইজ ওপেন স্কাউট গ্রুপের অর্জনসানরাইজ ওপেন স্কাউট গ্রুপের অর্জনসানরাইজ ওপেন স্কাউট গ্রুপের...
Read Moreসভাপতি
মোসাঃ ফুয়ারা খাতুন
সভাপতি- সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঢাকা।
- আপডেট নোটিশ
-
৯ম বার্ষিক তাঁবুবাস ও স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্প-২০২৪
November 15, 2024
-
নোটিশ-২ (প্রতিষ্ঠা বার্ষিকি সংক্রান্ত)
August 31, 2024
-
নোটিশ-০১ (প্যাক,ট্রুপ,ক্র মিটিং)
August 17, 2024
- জাতীয় সঙ্গীত
- প্রার্থনা সংগীত-১
- গুরুত্বপূর্ণ লিঙ্ক
- ইভেন্ট ক্যালেন্ডার
- ভিডিও