Online Admission
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ, রাংলাদেশ
১, যোগেন্দ্র নারায়ণ শীল লেন, আগা নবাব দেউরী, চকবাজার, ঢাকা-১২১১
ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী :
যাদের বয়স ৬ থেকে ২৩ বছর তারা কাব, স্কাউট, রোভার শাখায় ভর্তি হতে পারবে। ৩ শাখার মধ্য যে কোন শাখায় ভর্তি হতে চাইলে ভর্তির জন্য অনলাইনে গ্রুপের ওয়েবসাইটের মাধ্যমে (https://srosgbd.org/) আবেদন করতে হবে।
অনলাইনে আবেদনের জন্য (https://srosgbd.org/) ঠিকানায় প্রবেশ করে “অনলাইন ভর্তি” পেজের মধ্যে “আবেদন ফরম” অপশনে Click করতে হবে। অতঃপর প্রদত্ত অনলাইন ফরম এর সকল অংশ যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। Submit করার পর পিডিএফ আরাকে ফরম আসলে তো DOWNLOD করে প্রিন্ট বের করে গ্রুপের স্কাউট ডেন অথবা সিনিয়র রোভার মেট/সিনিয়র উপদল নেতা বা গ্রুপ সম্পাদক নিকট ভর্তি ফি সহ ফরম জমা দিতে হবে।
ফি পরিশোধের পদ্ধতি (বিকাশ/নগদ) :
সরাসরি বিকাশ/নগদে ০১৭৪৯২৭৫৯৯৩ তে সেন্ড মানির মাধ্যমে টাকা দিতে পারবে তার পাশাপাশি গ্রুপের ব্যাংক হিসাব এ ও টাকা জমা দিতে পারবে।
* ব্যাংকের নাম:United Commercial Bank Limited (UCB)
* শাখা: Moulvi Bazar Dhaka
* হিসাব নং: 0032201000000078
উক্ত হিসাব নাম্বারে ও টাকা জমা দিয়ে জমা স্লিপ ফরমের সাথে জমা দিলে হবে।
ভর্তির সময় যেসব প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করতে হবে:-
- এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের কপি।
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
- রক্তের গ্রুপ পরীক্ষার কাগজের কপি
সার্বিক যোগাযোগঃ
- মোবাইল: ০১৭৪৯২৭৫৯৯৩/০১৯১৪১১০৩৩৪
- মেইল: [email protected]
নমুনা ভর্তি ফরম
