
জনাব মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী
সভাপতি- সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঢাকা।
বিস্তারিত

মোহাম্মদ আতাউর রহমান, এলটি
আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল।
শুভেচ্ছা কথা
রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে
ছুটতে দাও।
..................
বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু
আঁকতে দাও।
কবি শামসুর রাহমানের বাঁচতে দাও কবিতার কথা গুলো আমাদের শিশু কিশোরদের কাছে অনেক বেশি অচেনা। ইট পাথরে বন্দি ঘরে মোবাইল, টিভি, গেইমস এর কারণে তাদের স্বভাবিক বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পুরান ঢাকার ঐতিহ্যবাহী দল সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ বিভিন্ন সময়ে জাম্বুরী, রোভার মুটসহ জনকল্যাণমুখী কার্যক্রমে তাদের যোগ্যতা, দক্ষতা আজ সর্বজনস্বীকৃত।
এই গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর সার্বিক সফলতা কামনা করছি।
সুস্থ থাকুক আমাদের পৃথিবী, ভাল থাকুক আমাদের স্কাউট পরিবার।

মোঃ আমিনুর রহমান
সাবেক সভাপতি, সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ও উপ পরিচালক, বাংলাদেশ নদী রক্ষা কমিশন।
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ হচ্ছে জাতীয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রম এর একটি শু-সজ্জিত গ্রুপ। এই গ্রুপের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ই সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার এই ক্ষনে সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের সকল সদস্যদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। স্কাউটিং একটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক শিক্ষামূলক সামাজিক যুব আন্দোলন। স্কাউটিং ৬ থেকে ২৫ বছর পর্যন্ত শিশু-কিশোর ও যুবদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সৎ, চরিত্রবান ও আর্দশ সু-নাগরিক গড়তে শিক্ষা দেয়। সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ সফলতার সাথে বাস্তবায়িত সকল কার্যক্রম সকলের নিকট প্রশংসিত ও স্বীকৃত। ভবিষ্যতে এ কার্যক্রম আরো গতিশীল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই আন্দোলন কে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কে আমার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
১৪ তম গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ এর ১৪ তম গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই।
অপর কে সুখি করার মাধ্যমে লাভ করা যায় পরমানন্দ। আমি সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করছি।

মোঃ সহিদুজ্জামান সানি
সম্পাদক
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ২০১০ সালে স্কাউট ও কাব শাখার অনুমোদন হয় ও ২০২১ সালে রোভার ইউনিট অনুমোদন হয়। অনুমোদন হবার পর থেকে ও শাখাতেই গ্রুপের সকল সদস্যরা বিভিন্ন কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে ও গ্রুপের শুনাম অর্জন করেছে। গ্রুপের প্রশিক্ষিত সদস্যরা বিশেষ করে সমাজ সেবা কাজে বিভিন্ন উদ্ধার, অগ্নিকান্ডে,বন্যা আক্রান্ত মানুষ কে ত্রাণ প্রদান সহ অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমি গ্রুপের সকল সদস্যর সার্বিক মঙ্গল কমনা করি।

কাজী হাফিজুল আমিন
সাবেক সভাপতি ও সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয়।
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ অনেক পুরাতন ও সফল একটি গ্রুপ। এই গ্রুপের সকল সদস্য মানব সেবায় নিজেকে নিয়েজিত রেখেছে। স্কাউটিং বিশ্ব ব্যাপি একটি সেবামূলক সংগঠন যার প্রধান মূলনিতি আল্লাহর প্রতি কর্তব্য পালন, নিজের প্রতি কর্তব্য পালন, অন্যর প্রতি কর্তব্য পালন ও গ্রুপের সদস্যরা এই মূলনিতি মেনে চলে। গ্রুপের সকল কর্মকান্ড সর্ম্পকে আমি অবগত আছি তারা তাদের সাধ্যমত চেষ্টা করে যে কোন পরিস্থিতিতে নিজেদেরকে কে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য ও সকল সদস্যরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তাদের ভূমিকা অপরিসিম। আমি গ্রুপের সার্বিক মঙ্গল কামনা করি।