গ্রুপের সকল কাব,স্কাউট,রোভারি,এডাল্ট লিডারগন কে জানানো যাচ্ছে যে, আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার গ্রুপের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিক উৎযাপন করা হবে। সেই মর্মে সকর সদস্য নিজ নিজ স্কার্ফ, যাদের ছবি দেওয়া হয় নি (সফ্ট কপি) গ্রুপের মেইলে ও আগামী ০৬/০৯/২৪ তারিখ রোজ শুক্রবার অবশ্যই বিশেষ মিটিং এ অংশগ্রহণ করবেন। কোন অনুপস্থিত থাকা জাবে না।