৯ম বার্ষিক তাঁবুবাস ও স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্প-২০২৪

বিসমিল্লাহির রাহমানির রাহিম
৯ম বার্ষিক তাঁবুবাস ও স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্প-২০২৪
তারিখ: ২০ থেকে ২৩ ডিসেম্বর ২০২৪
স্থানঃ সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ডেন
ক্যাম্প থীমঃ- নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে স্কাউটিং
বরাবর,
অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপার/সভাপতি
বিষয়ঃ- ৯ম বার্ষিক তাঁবুবাস ও স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্প-২০২৪
জনাব,
আপনাকে অবগত করা যাইতেছে যে, আগামী ২০ থেকে-২৩ ডিসেম্বর ২০২৪খ্রি. তারিখ ৩ দিন ব্যাপি গ্রুপ ক্যাম্পে আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে স্কাউট সদস্যদের কে স্কাউট প্রোগ্রামের বিষয় গুলো সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে, যা স্কাউটদের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগবে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড/প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়াড ও সিডি অ্যাওয়ার্ড অর্জনে ও বিশেষ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারী সংখ্যাঃ- ৮/১৬/২৪/৩২ জন করে ক্যাম্পে অংশগ্রহণ করা যাবে।
সাথে কি কি আনকে হবেঃ- দড়ি, বাঁশ, কম্পাস, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র সাথে আনতে হবে ও পরিপূর্ণ স্কাউট পোশাক থাকতে হবে।
খাবার ব্যবস্থাঃ- ক্যাম্প হতে সকলের খাবার সরবরাহ করা হবে।
রেজিষ্ট্রেশন ফি- জন প্রতি ১২৫০/- (একহাজার দুইশত পঞ্চাশ টাকা) হারে রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে। যার শেষ সময় আগামী
১৬/১২/২০২৪খ্রি।
রেজিষ্ট্রেশন ফি জমা দেবার স্থান – সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ডেন (ইংলিশ রোড পপুলার হাসপাতালের পাশে গলি) অথবা আগা নবাব দেউরী সমাজ কল্যাণ সমিতির অফিস কক্ষে রেজিস্ট্রশেন ফি প্রদান করা হবে বা বিকাশ/নগদের মাধ্যমের ও রেজিষ্ট্রেশন করা যাবে- ও তথ্য ফরম
০১৭৪৯২৭৫৯৯৩ তে বিকাশ/নগদ ফি সহ। রেজিষ্ট্রেশন ফি প্রদান করা যাবে। আপনার ক্যাম্প ফি ও [email protected] এ প্রেরণ করা যাবে। তথ্য ফরম সংযুক্ত।
ক্যাম্প কিটস- ক্যাম্প স্কার্ফ, ক্যাম্প সার্টিফিকেট, ক্রেষ্ট।
ক্যাম্প প্রোগ্রামঃ- ১। শরীর চর্চা। ২। তাবু কলা। ৩। পরির্দশন ৪। তাবু জলসা। ৫। স্কাউট ওন। ৬। হাইকিং। ৮। ইত্যাদি।
যে কোন তথ্যর জন্য গ্রুপের ওয়েবসাইট ভিটিজ করতে পারেন www.srosgbd.org
অতএব, উপরের বিষয় বিবেচনা করে আপনার ইউনিটের জন স্কাউট কে গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণের অনুমতি প্রদান করে স্কাউটদের দক্ষতা বৃদ্ধিতে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।
স্কাউট সেবায় নিয়োজিত
মোঃ সহিদুজ্জামান সানি
গ্রুপ সম্পাদক
সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *